September 28, 2023

নামের শেষে স্যার লেখা বাংলাদেশে একটা অভিনব পদ্ধতি। যেমন দেয়ালে পোস্টারে লেখা দেখা যায় গৃহশিক্ষাকের নাম জামিল স্যার, কুমারেশ স্যার। অন্য কোন কালচারে এত বেশি স্যারের ছড়াছড়ি দেখা যায় না। ইংরেজি ভাষাভাষী দেশে নামের শেষে স্যার কখনোই লেখা হয় না।

স্যার একটি বিশেষ টাইটেল, ব্রিটিশ সাম্রাজ্যে‌ বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হতো। সাম্রাজ্য অবসান হয়েছে, তবে প্রথাটি চালু আছে। ‌

ব্রিটিশ সম্রাট/ সম্রাজ্ঞী যাদের নাইটহুড পদবীতে সম্মানিত করতে চান তাদের স্যার উপাধি দেন। এসব ক্ষেত্রে নামের আগেই স্যার লেখা হয়ে থাকে। যেমন, স্যার সলিমুল্লাহ, ব্র্যাকের পরলোকগত প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদী, ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার স্যার ভিভ রিচার্ড।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার উপাধি দিয়ে সম্মানিত করা হয়েছিল। তবে,১৯১৯ সালে ব্রিটিশ সেনাবাহিনী কর্তৃক পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার কারণে তিনি সে পদবী প্রত্যাখ্যান করেন। সারেন্ডার না করলে মহাকবিকে সম্বোধন করা যেত, স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। বড্ড বিশ্রী ব্যাপার।

স্কুল-কলেজে, অফিস আদালতে কাউকে সম্মান জানাতে স্যার বলে সম্মানিত করার প্রথা সব দেশেই আছে। সামরিক বাহিনীতে ঊর্ধ্বতন অফিসারের সাথে বাক্যালাপে প্রতি সেন্টেন্সের পরে সব দেশেই স্যার বলতে শোনা যায়।

সম্বোধনের পদ্ধতি সম্পর্কে বিভ্রান্তি দূর করতে কিছু পরামর্শ দেওয়া হল।

চিঠিপত্র, ইমেইলে শুরুতে সম্বোধন হিসেবে আনুষ্ঠানিকভাবে লেখার রীতি।

Sir, Dear sir, My dear sir. অথবা ব্যক্তিগত সম্পর্কের আলোকে Dear Nikhil, Dear Mr Nikhil, My dear Nikhil.

ব্রিটিশ ইংলিশে চিঠিপত্রের শেষে লেখার রীতি:
ব্যবসা সংক্রান্ত চিঠিপত্রে নাম জানা নাই এমন কারো কাছে লিখতে “Yours faithfully”.
অল্পস্বল্প পরিচিত হলে লিখুন “Yours truly”.
আন্তরিকতা প্রদর্শনের জন্য লিখুন “Yours very truly”. আমেরিকানরা লিখে Truly yours.
মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন কারো কাছে লিখতে “Yours sincerely”, ‘Yours ever’.
ছাত্র, শিক্ষককে, your obedient pupil.
গুরুজনের কাছে লেখার জন্য “Your affectionately”, Your loving son/daughter/brother.

Hi Mr X Sir. কথাবার্তা বা লেখায় অতিরিক্ত সৌজন্যবোধ প্রদর্শনের জন্য এ ধরনের সম্বোধন প্রায় দেখা যায়। ‌‌ সম্বোধনের মাধ্যমে সম্মান দেখাতে হলে বলুন বা লিখুন।

Sir/Madam, Respected sir, Dear sir. সমকক্ষ কারো কাছে দেখতে হলে লিখতে পারেন Hi Mr. Rahman. সম্মানিত কাউকে Hi এবং নাম উল্লেখ করে সম্বোধন করা সঠিক নয়।

উল্লেখ্য যে ব্রিটিশ সিস্টেমে Mr লিখতে ফুলস্টপ ব্যবহার করা হয় না। আমেরিকান সিস্টেমে লেখা হয় ফুলস্টপ দিয়ে Mr.

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest