আমলাতন্ত্র ও চিকেন তন্ত্র
একে বলে আমলাতন্ত্র!
সরকারি পশু দপ্তরের একজন পরিদর্শক মুরগীর খামার পরিদর্শনে এসে মালিককে জিজ্ঞেস করলেন, যথারীতি ধমক সহকারে:
—তোমরা মুরগীদের কি খাবার দাও?
—এমন বিশেষ কিছু না, স্যার। উচ্ছিষ্ট খাবার, বাসি খাবার, এইসব আর কি।
—ওহ, কি সাংঘাতিক কথা। পশুদের প্রতি এমন নির্যাতন ক্ষমার অযোগ্য। তোমাদের ৫,০০০ টাকা জরিমানা করা হলো।
পরের মাসে খাদ্য দপ্তরের থেকে পরিদর্শক এসে হাজির। একই প্রশ্ন মালিককে করা হলে, তার উত্তরে বললেন:
—আমরা পরম যত্ন সহকারে মোরগ মুরগী পালন করি। উত্তম মূল্যবান খাবার খেতে দেই, যেমন চিনা বাদাম, কাজুবাদাম, কিশমিশ, কাঁচা মরিচ।
—ওহ কি সাংঘাতিক কান্ড! দেশে খাদ্য ঘাটতি চলছে, কাঁচা মরিচ ৭০০ টাকা কেজি। এতসব দামী খাবার তোমরা মোরগ মুরগীদের খেতে দিচ্ছ? জরিমানা ৫ হাজার টাকা।
তৃতীয় মাসে সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনী নিয়ে হাজির। হঠাৎ ক্ষমতা পেলে দাপট বেড়ে যায়। খাবারের মালিক ভয়ে অস্থির।
—কি খেতে দাও তোমরা এসব মোরগ-মুরগীদের?
—আমরা স্যার নিজেরা কিছু খেতে দেই না। তাদের টাকা দেই, নিজেরা তাদের পছন্দমত যার যার খাবার রেস্টুরেন্ট থেকে খেয়ে আসে।