শিখ সরদার উদ্দমের গাধাটা হারিয়ে গেছে তবুও রাস্তায় হাঁটু গেড়ে বসে ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে। সে পথ দিয়ে তার বন্ধু যাচ্ছিল। জিজ্ঞেস করল, ব্যাপার কি উদ্দম, গাধা হারিয়েও তুমি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছ কেন?
উদ্দম: ভাগ্যিস আমি গাধায় চড়ে ছিলাম না। তাহলে আমিও হারিয়ে যেতাম।
পোস্টম্যান: আমি ক্লান্ত, পাঁচ মাইল দূরে পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য আমাকে হেঁটে যেতে হয়েছে।
সরদার: কি বোকা তুমি, ডাকে পাঠিয়ে দিলেই তো পারতে।
সর্দারজি আর্ট গ্যালারিতে যেয়ে বলল, এই কিম্ভূতকিমাকার চিত্রটিকে তোমরা শিল্প বলে চালিয়ে দাও, তাই না?
আর্ট ডিলার: মাফ করবেন স্যার, ওটা একটা আয়না।
সান্তা: আমি একজন গর্বিত পিতা। আমার ছেলে এখন মেডিকেল কলেজে।
বান্তা: শুনে খুশি হলাম, সে কি পড়ছে?
সান্তা: সে পড়ছে না। মেডিকেল কলেজের তাকে পরীক্ষা-নিরীক্ষা করছে।
এক শিখ সরদার ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বলল আমি এই ছোট টিভিটা কিনবো।
দোকানী বললো, মাফ করবেন আমরা শিখদের কাছে কিছু বিক্রি করি না।
সরদার বাড়ি ফিরে মাথার পাগড়ী ফেলে, ভিন্ন রকমের চুলের সিঁথি কেটে ফের দোকানে গিয়ে বলল, আমি এই টিভিটা কিনবো।
দোকানির সেই একই কথা, আমরা শিখদের কাছে কিছু বিক্রি করি না।
শিখ ফের বাড়িতে গিয়ে পুরোপুরি হুলিয়া পাল্টিয়ে ছদ্মবেশ ধরে মনে মনে বলল, এবার দেখব হালার দোকানি আমাকে কি করে শিখ বলে চিনতে পারে?
এবারও দোকানির সেই একই কথা, শিখের কাছে আমরা কিছু বিক্রি করি না।
হতাশ হয়ে শিখ বলল, তুমি কি করে বুঝলে আমি শিখ?
দোকানি: কারণ ওটা একটা মাইক্রোওয়েভ।

4.5