(এটি সামাজিক মাধ্যমে একজনের প্রশ্নের উত্তর।)
শুধু কান কেন অনেক জায়গা চুলকালেও কাশি আসে। কোথাও একটা জোক পড়েছি, গরু চুরি করতে গেলেও কাশি আসে।
এক গরু চোর হঠাৎ গরু চুরি ছেড়ে দিয়েছে। তার এক ভাতিজা বলল, চাচা এখন আর গরু চুরি করো না কেন?
চাচার উত্তর, কি যে বলবো ভাতিজা, বয়স হয়েছে, গরু চুরি করতে গোয়ালে গেলে কাশি আসে। গেরস্থের লোকজন ধরে ফেলে। কাহাতক আর মার খাওয়া যায়? পুলিশের হাঙ্গামা তো আছেই।
আর হ্যাঁ, সামাজিক মাধ্যমে প্রশ্ন করে কান চুলকানো, কাশি বন্ধ করা যাবে না। এ প্ল্যাটফর্মে ডাক্তারের সংখ্যা কম। যারা আছেন তারাও কাশী রোগীদের কাশি সারাতে ব্যস্ত। সামাজিক মাধ্যমের আ্যমেচার সদস্যদের থেকে সঠিক প্রেসক্রিপশন পাওয়ার সম্ভাবনা কম। টাকা-পয়সার টানাটানি না থাকলে ডাক্তার দেখানোই উতম।
রশ্মি শাহ্
·
অনুসরণ
সম্পর্কিত
কাশি-সর্দি কেন হয়?
কৌশিক রায়
·
অনুসরণ
সম্পর্কিত
কোন শারীরবৃত্তীয় কারণে কাশি হয়? কেন হয়?
বিকাশ দত্ত
·
অনুসরণ
সম্পর্কিত
কাশি কমানোর ঘরোয়া উপায় কী?