(এটি সামাজিক মাধ্যমে একজনের প্রশ্নের উত্তর।)

শুধু কান কেন অনেক জায়গা চুলকালেও কাশি আসে। কোথাও একটা জোক পড়েছি, গরু চুরি করতে গেলেও কাশি আসে।

এক গরু চোর হঠাৎ গরু চুরি ছেড়ে দিয়েছে। তার এক ভাতিজা বলল, চাচা এখন আর গরু চুরি করো না কেন?

চাচার উত্তর, কি যে বলবো ভাতিজা, বয়স হয়েছে, গরু চুরি করতে গোয়ালে গেলে কাশি আসে। গেরস্থের লোকজন ধরে ফেলে। কাহাতক আর মার খাওয়া যায়? পুলিশের হাঙ্গামা তো আছেই।

আর হ্যাঁ, সামাজিক মাধ্যমে প্রশ্ন করে কান চুলকানো, কাশি বন্ধ করা যাবে না। এ প্ল্যাটফর্মে ডাক্তারের সংখ্যা কম। যারা আছেন তারাও কাশী রোগীদের কাশি সারাতে ব্যস্ত। সামাজিক মাধ্যমের আ্যমেচার সদস্যদের থেকে সঠিক প্রেসক্রিপশন পাওয়ার সম্ভাবনা কম। টাকা-পয়সার টানাটানি না থাকলে ডাক্তার দেখানোই উতম।

রশ্মি শাহ্-এর প্রোফাইল ফটো

রশ্মি শাহ্

·

অনুসরণ

অল্পস্বল্প, দু-চার দিনের কি সপ্তাহখানেকের কাশি তবু ঠিক আছে। এর বেশি হলে ডাক্তার দেখান। কারণ দীর্ঘস্থায়ী কাশি অনেক সময়ই বিপদের পূর্বাভাস বয়ে আনে।

অসংখ্য কারণে হতে পারে। ঠান্ডা লাগা থেকে হৃদরোগে। ধূমপান থেকে হাঁপানিতে। সঙ্গে অন্য যে উপসর্গ আছে তার সঙ্গে মিলিয়ে কারণ খুঁজতে হয়। যেমন —

  • দু-চারদিনের কাশি, জ্বর, গলা ব্যথা — গলা বা বুকের সাধারণ বা মাঝারি সংক্রমণ।
  • কাশির সঙ্গে বারবার হাঁচি — অ্যালার্জি। ঠান্ডা লাগা থেকে শুরু করে ধুলো, ধোঁয়া বা ফুলের রেণু থেকে অ্যালার্জি হওয়া সম্ভব।
  • কাশিতে রক্তের ছিটে — ফুসফুসের যক্ষ্মা, টিউমার, ক্যান্সার, ব্রঙ্কিয়েকটেসিস নামে ফুসফুসের অসুখ, কিছু হার্টের অসুখ যেমন ভি এস

কৌশিক রায়-এর প্রোফাইল ফটো

কৌশিক রায়

·

অনুসরণ

নানা সময়ে আমাদের কাশি আসে। কিন্তু কাশি হওয়ার ঠিক কারণ কী? এই সময়ে শরীরে ঠিক কী ঘটে?

যেভাবে কাশি

ফুসফুস ও শ্বাসনালির বিভিন্ন অংশে কিছু রিসেপটার থাকে। এরা যদি প্রদাহ (ইনফ্ল্যামেশন), তাপ, চাপ বা রাসায়নিক ইত্যাদির কারণে উদ্দীপিত হয় তাহলে সেই খবর মস্তিষ্কের কেন্দ্রীয় কাশি কেন্দ্রে চলে আসে। সঙ্কেত পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বাহী স্নায়ু। এবারে কেন্দ্রীয় স্নায়ু তন্ত্রের নির্দেশে বহির্মুখী স্নায়ু সেই খবর পৌঁছে দেয় মধ্যচ্ছদা (ডায়াফ্রাম) এবং শ্বাস-পর্বে সাহায্যকারী বিভিন্ন পেশি ও শ্বসনতন্ত্রের পেশিতে। এদের সকলের সমবেত অংশগ্রহণে কাশি শুরু হয়।

কারণ

  • প্রদাহজনিত (ইনফ্ল্যামেটরি)- জীবানু ও ভাইরাসজনিত ট্র্যাকিয়াটাইট

বিকাশ দত্ত-এর প্রোফাইল ফটো

বিকাশ দত্ত

·

অনুসরণ

আবহওয়া পরির্বতনে শীতকালে নানান ধরণের সমস্যা দেখা দেয়। অধিকাংশ মানুষই এই সময়টাতে কাশির যন্ত্রণায় ভোগেন। 🙁



তাই চলুন আজ জেনে নেই কাশির যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ঘরোয়া কিছু উপায়-

  • নুন


About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest