কোর্টশিপ নৃত্য
পাখি এবং মৌমাছি নয়া সঙ্গীর তালাশে নানা ঢঙে নৃত্যকলা প্রদর্শন করে থাকে। প্রকৃতি থেকে সবক নিয়ে নাইজারের এক উপজাতির যুবারা প্রতি বছর মুখে ঐতিহ্যগত রং মেখে, বিচিত্র পোশাক পরে সংগীতের তালে তালে নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। উদ্দেশ্য, কম্পিটিশনে অবিবাহিতা তরুণী বিচারকের দৃষ্টি আকর্ষণ করা। এ প্রতিযোগিতায় যুবকের সৌন্দর্যের মাপকাঠি তার উজ্জল চক্ষুযুগল ও দন্তরাজি। যুবকরা তাদের চেহারায় যৌন আবেদন ফুটিয়ে তুলতে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ও দন্ত বিকশিত করে বিচারক মহোদয়ার মন জয় করতে চেষ্টা করে।
২। ঠোঁটে প্লেট সংযোজন
ইথিওপিয়ার মুরসী উপজাতির বালিকাদের পনের ষোল বছর বয়সে নিচের পাটির দাঁত ফেলে দিয়ে মাংস কেটে কাঠের প্লেট লাগিয়ে দেয়। মাস তিনেকের মধ্যে মুখের সাথে প্লেট সেট হয়ে যায়। ইতোমধ্যে একটি কাঠের টুকরা দিয়ে প্লেটটি ঠেকিয়ে রাখা হয়। কি অদ্ভুত কান্ড! তারা কিভাবে খাবার মুখে চালান যায় ভেবেই পাচ্ছি না।
৩। ষাড়ের পিঠের উপর দিয়ে লম্ফ অনুষ্ঠান
ইথিওপিয়ার হামার নৃ-গোষ্ঠী যুবকদের জন্য ষাড়ের উপর দিয়ে লম্ফ প্রদর্শনীর আয়োজন করে। ষাড়গুলো লাইন করে দাঁড় করিয়ে রাখা হয়। প্রত্যেক যুবককে অন্তত ১৫ টি ষাড়ের উপর দিয়ে হেঁটে যেতে হয়। সফল হলে বুঝতে হবে তার পিতা-মাতা কর্তৃক নির্বাচিত কোন মেয়েকে বিবাহ করতে প্রস্তুত হয়েছে। বড্ড কঠিন পরীক্ষা বটে। ফেল করলে আরো এক বছর করে অপেক্ষা করতে হয়। বার বার ফেল করলে তাকে চিরকুমার থাকতে হয় কিনা জানা নাই।
৪। থুতু ছিটিয়ে আশীর্বাদ
সব সমাজে কাউকে থুতু মারা অপমানজনক হলেও কেনিয়ার মাসাই উপজাতি থুতু দিয়ে অতিথি বরণ ও বিদায় করে, শুভ কামনা করে, বিয়ের দিন পিতা তার মেয়ের কপালে থুতু ছিটিয়ে দেয়। দুই বন্ধু দেখা হলে হ্যান্ডশেক করার আগে হাতে থুতু লাগিয়ে দেয়। বাচ্চা জন্ম হলে তার গায়ে থুতু ছিটিয়ে সৌভাগ্য এবং দীর্ঘ জীবন কামনা করে।ভাবতেই গা ঘিনঘিন করে। তবে, থুতু এন্টিসেপটিক। আমরাও কেটে ছিঁড়ে গেলে থুতু লাগিয়ে দেই।
৫। সান উপজাতির সম্মোহনী নৃত্য
দক্ষিণ আফ্রিকা নামিবিয়া এবং বতসোয়ানার সান উপজাতির সবাই মিলে জ্বলন্ত অগ্নিকুন্ড ঘিরে মন্ত্র পড়তে পড়তে কয়েক ঘন্টা এমন কি সারা রাত নৃত্য করতে থাকে। সম্মোহিত না হওয়া পর্যন্ত নৃত্য ও মন্ত্র পাঠ চলতে থাকে। এক পর্যায়ে সম্মোহনী অবস্থায় তারা আগুনের উপর দিয়ে হেঁটে যেতে পারে বলে শোনা যায়। এ অনুষ্ঠানের মাধ্যমে তারা মন থেকে হিংসা দ্বেষ ক্রোধ দূর ও রোগ বালাই প্রতিরোধ করে বলে বিশ্বাস করে। হবেও বা।দুনিয়াতে কত রহস্য রয়েছে তার কূল-কিনারা নাই।
৬। বিবাহ অনুষ্ঠানে বিচিত্র পোশাক
সাউথ আফ্রিকার নেবেলে উপজাতির বিবাহ অনুষ্ঠান উপলক্ষে পরার জন্য বরের হবু শাশুড়ি তার জন্য চামড়ার উপর পুথি লাগিয়ে কারুকার্য করে সুন্দর একটা পোশাক উপহার দেয়। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিবাহিত মহিলারা একই ধরনের পোশাক পড়ে অনুষ্ঠানে উজ্জলতা ছড়ায়। অনুষ্ঠানে বর নৃত্য করে তাকে সুন্দর সময় উপহার দেওয়ার জন্য কন্যের প্রতি ধন্যবাদ প্রদান করে।
৭। কিডন্যাপ করে বিয়ে
সুদানের এক উপজাতির কেউ কোন মেয়েকে বিবাহ করতে চাইলে তাকে সরাসরি কিডন্যাপ করে নিয়ে যায়। তার মুরুব্বীরা মেয়ের পিতার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায়। তিনি রাজি হলে হবু জামাতাকে ভালো করে পিটোতে থাকেন। রাজি না হলে আর কি করা যায়, অগত্যা বিয়ে পাগল যুবক জোর করেই বিয়ে করে ফেলে। বিয়েকে কেন্দ্র করে দুনিয়াভর কত যে আজব আচার অনুষ্ঠান রয়েছে তার লেখাজোকা নেই।
(তথ্য ও ছবি গুগলের সৌজন্যে)
