শুধু গ্রামারের জ্ঞান সম্বল করে কোন কিছু লিখতে বসলে তাতে সাবলীলতা ও সৌন্দর্য ফুটে ওঠে না। ইন্টারনেট থেকে অ্যাপ ডাউনলোড করেও টেকনিক শেখা যায় বটে তবে ভাষায় লালিত্য আনতে সবচেয়ে বেশি প্রয়োজন অনুশীলন। যত পড়বেন তত শিখবেন, বিশেষ করে উপন্যাস, সাহিত্যকর্ম, ম্যাগাজিন এবং দৈনিক কাগজ। আপনার সামনে নতুন শব্দ এসে যাবে। তার অর্থ হয়ত জানেন না । তবে কোন পরিপ্রেক্ষিতে শব্দটা ব্যবহার হয়েছে এবং বাক্যটির অন্যান্য অংশ বিবেচনা আনলে অর্থটা পরিষ্কার হয়ে যাবে। তাতে যদি না হয় ডিকশনারি খুলে দেখেন। অনলাইনেও যেতে পারেন।
হাতের কাছে ডিকশনারি এবং শব্দকোষ রাখেন। সফটওয়্যার অথবা অনলাইন ডিকশনারি দেখতে পারেন। শব্দটির উচ্চারণ ও অর্থ দেখে নিন। Thesaurus বা অনলাইনে সমার্থক এবং বিপরীত শব্দ গুলো দেখে নিন এবং তাদের মধ্যে কি কি সূক্ষ্ম তারতম্য আছে তা অনুধাবন করে দেখেন। এতে দৃষ্টিভঙ্গি উন্নত হবে। ভাষা সম্পর্কে ভয় ভীতি কেটে যাবে।
উচ্চারণ একটা বড় ইস্যু। এ নিয়ে বাঙ্গালীদের অনেক সময় বিব্রত হতে হয়। এ বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। কঠিন শব্দগুলোর উচ্চারণ গুগোল থেকে সহজেই জেনে নেওয়া যায়।
যে সব নতুন শব্দ শিখলেন তা একটা ডাইরিতে লিখে রাখুন এবং মাঝে মাঝে ঝালিয়ে নিন। প্রতিদিনকার মত নতুন শব্দগুলো লিখে যান। এভাবে একে একে শব্দ ভান্ডার সমৃদ্ধ হতে থাকবে। এতে আস্থা বেড়ে যাবে এবং একসময় দেখবেন অনেক গুলো শব্দ শিখে ফেলেছেন। আরো শেখার জন্য নেশা চেপে বসবে।
নতুন শেখা শব্দগুলি কিভাবে বাক্যে বিন্যাস হয়েছে তা লক্ষ করেন। এর ফলে বাক্যের অন্তর্নিহিত অর্থ ও লালিত্য উপলব্ধি করতে পারবেন। নতুন শব্দগুলো ব্যবহার করে মনে মনে কয়েকটি বাক্য রচনা করে ফেলেন। এর ফলে শব্দটির অর্থ এবং ব্যবহারের কৌশল মনে গেঁথে যাবে।
নতুন নতুন শব্দ শুধু ডায়েরিতে লিখলেই দায়িত্ব শেষ হবে না। শব্দগুলো নিয়ে চর্চা না করলে তথা চিরকাল ডাইরিতেই থেকে যাবে। ডাইরিতে লেখা নতুন শব্দগুলো সুযোগমতো লেখার ভিতর ঢুকিয়ে দিবেন। এ ভাবে শিক্ষক ও পাঠকের মন জয় করতে পারবেন।
আমরা বেশির ভাগ সময় বাংলায় চিন্তা করি এবং তা ইংরেজিতে লেখার চেষ্টা করি। এতে লেখায় সাবলীলতা ও সৌন্দর্য ব্যাহত হয়। কাজেই ইংরেজি ভাষায় চর্চা চালিয়ে গেলে চিন্তা ও লেখা দুটোই সে ভাষাতেই চালিয়ে যেতে পারবেন।
Word-a-day ক্যালেন্ডার বা ওয়েবসাইট প্রতিদিন একটা করে শব্দ এবং তার ব্যবহার শেখা একটা উত্তম পন্থা। নিজেও একটি তালিকা তৈরি করে তার চর্চা করা যেতে পারেন।
নতুন শব্দ শেখার জন্য একটা উত্তম এবং উন্নত পন্থা হচ্ছে শব্দগুলোর উৎস সন্ধান করা। ইংরেজি ভাষায় বেশির ভাগ শব্দ ল্যাটিন এবং গ্রিক ভাষা থেকে আমদানি করা হয়েছে। এ ধরনের চর্চা চালিয়ে গেলে নতুন নতুন শব্দ শেখা অনেকটা সহজ হয়।
শব্দ সম্পর্কিত বেশ অনেকগুলো গেম আছে। যেমন ক্রসওয়ার্ড, পাজল, অ্যানাগ্রাম, স্ক্রাবল এবং বগল। এসব গেমে এক দিকে যেমন খেলাধুলার আনন্দ পাওয়া যায় অন্যদিকে নতুন শব্দ শেখা যায়।
বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সাথে যথা সম্ভব ইংরেজিতে কথাবার্তা বললে একদিকে স্পোকেন ইংলিশ উন্নত হবে, অন্যদিকে শব্দ ভান্ডার ব্যবহারের ক্ষেত্রে সাবলীলভাবে এসে যাবে। কথাবার্তা বললে নতুন নতুন শব্দ শেখা যায়। এসব ক্ষেত্রেও ঞ#কনতুন শব্দ গুলো ডায়েরিতে লিখে রাখতে হবে। এভাবে ধীরে ধীরে শব্দ ভান্ডার সমৃদ্ধ হতে থাকবে। এর ফলে লেখার সময় লাগসই শব্দ খুঁজে বেড়াতে সহবে না।

4.5