ক্রিপ্টোকারেন্সি কনসেপ্টটা আমার কাছে বড্ড ধোঁয়াটে লাগে। এ ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য কোন সেন্ট্রাল অরগানাইজেশন নাই। কারেন্সি ইস্যু করার জন্য কোন রিজার্ভ আছে কিনা তা আমার জানা নাই। মূল্য কখনো আকাশচুম্বী হচ্ছে কখনো পাতালে নেমে যাচ্ছে।
বাজারে অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি চালু হয়েছে। কোনটা আসল কোনটা ভুয়া নির্ণয় করা খুবই মুশকিল। মোটকথা, ক্রিপ্টোকারেন্সিতে অর্থ বিনিয়োগ করা জুয়া খেলার সামিল। অনেক দেশে নিষিদ্ধও বটে। তাই এ থেকে দূরে থাকাই নিরাপদ মনে হয়।
