শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন, মনে করো তুমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ। হঠাৎ তোমার সামনে এসে একটা বাঘ বললো, “আমি তোমাকে খাবো।” তুমি কি করবে?
ছাত্র উত্তর দিল, “স্যার, আমার কিছু করা লাগবে না। যা করার বাঘই করবে।”
তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে আমার কিছু করা লাগবে না। নয়া আনবিক অস্ত্রের জমানায় যা করার, তানারাই (শক্তিধররা) করবেন।
