হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক কোথাও কেউ নেইতে একটা বিচিত্র চরিত্র বোদি যতসব বিচিত্র ইংরেজি শব্দ ব্যবহার করতেন। তাঁর ভাষায় গায়ে হলুদ ইংরেজিতে body turmeric.
পাশ্চাত্যে বিবাহপূর্ব অন্যতম অনুষ্ঠান wedding shower. সেখানে অবশ্য হলুদ ব্যবহার করা হয় না।
গায়ে হলুদের ইংরেজি শাব্দিক অর্থে turmeric paste application ceremony এবং সহজবোধ্য halud ceremony। আমার কাছে দ্বিতীয়টি (halud ceremony) পছন্দনীয় এবং যথেষ্ট লাগসই।
