হিজড়ারাও মানুষ। তাদের ক্ষুধা আছে, কাপড়-চোপড় পরতে হয়, বিশ্রাম এবং ঘুমানোর জন্য বাসস্থানের প্রয়োজন হয়। জীবনধারণের এসব অপরিহার্য উপকরণ হিন্দি উর্দু ভাষায় আলংকারিক ভাবে বর্ণনা করা হয় “রোটি, কাপড়া অওর মকান।” সাধারণত ইলেকশনের সময় এসব বচন বেশি শোনা যায়।
হিজড়াদেরও যে রোটি, কাপড়া অর মকান এর প্রয়োজন আছে সে সম্পর্কে আমরা সবাই বড্ডই উদাসীন।
সরকারি, আধাসরকারি, এমনকি বেসরকারি পর্যায়ে তাদের চাকরি বাকরি সুযোগ নেহায়েত কম। সবাই ঘৃণিত জীব বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। বেঁচে থাকার লড়াইয়ে তাদের অনেক কর্মকাণ্ড আমাদের কাছে অত্যাচার বলে মনে হয়। কিন্তু, তাছাড়া তাদের কিইবা করার আছে?
চিরাচরিত নেতিবাচক চিন্তা ভাবনা এবং উদাসীন মনোভাব ত্যাগ করে হিজড়াদের সমাজে প্রতিষ্ঠার জন্য সরকার এবং সমাজসেবকদের একযোগে কাজ করার সময় এসেছে।
কয়েক বছর আগের সরকার উদ্যোগ নিয়েছিল তাদের ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু সে উদ্যোগ কতটুকু সফল হয়েছে তা জানা যায়নি। প্রস্তাবটি হয়তো ফাইলবন্দি হয়ে বাস্তবায়নের অপেক্ষায় দিন গুনছে।
সুযোগ পেলে হিজড়ারাও তথাকথিত ভদ্র মানুষের চেয়ে সুচারুভাবে সাহসিকতার সাথে সৃজনশীল কর্মকাণ্ডে দেশের আর্থসামাজিক অবস্থা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সে সঙ্গে তাদের কথিত অত্যাচারের হাত থেকেও রেহাই পাওয়া যেতে পারে। কিন্তু কে শোনে কার কথা? আমাদের মত অনুন্নত দেশে সবাই গতানুগতিকতার স্রোতে গা ভাসিয়ে আখের গোছাতে ব্যস্ত থাকি।
উন্নত বিশ্বে হিজড়াদের সম্মানজনক অবস্থানে পৌঁছাতে অনেক সুযোগ-সুবিধা খোলা থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র কেউ বা নামকরা অভিনেতা, মডেল, ক্রীড়াবিদ, পরিচালক এবং রাজনীতিবিদ রয়েছেন। তাদের অনেকেই প্রসিদ্ধ টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছেন।
নিচের ছবির ব্যক্তির নাম ইলিয়ট পেজ, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘আমব্রেলা একাডেমী’র নামকরা অভিনেতা। তিনি নিজেকে হিজড়া বলে দাবি করেছেন।
ইলিয়ট পেজ: নেটফ্লিক্সের অভিনেতা
উপরের ছবিটা একজন হিজড়ার। নাম কাটালুনা এনরিকে। ২০২১ সালে তিনি আমেরিকার অঙ্গরাজ্য নেভাদায় মিস নেভাদা টাইটেল অর্জন করে ইতিহাস সৃষ্টি করেন। সে সুবাদে তিনি হিজড়া সমাজের মধ্যে প্রথম মিস আমেরিকা খেতাবের জন্য প্রতিযোগিতায় স্থান করে নেন।
নেটফ্লিক্সের আরেকজন হিজড়া অভিনেতা অভিনেত্রী
মুম্বাই ফিল্মে ডজনখানেক হিজড়া অভিনেতা অভিনেত্রী ফিল্মে নাম কুড়িয়েছেন। তাদের মধ্যে নিচে যার নাম দেয়া হলো তিনি কালিকা সুব্রামানিয়াম।
পাকিস্তানের হিজড়াদের অনেক অত্যাচার সইতে হলেও তাদের কেউ কেউ সেলিব্রেটির তালিকায় স্থান করে নিয়েছেন। নিচের ছবিটা একজন অনিন্দ্যসুন্দর পাকিস্তানি মডেল রিমাল আলি।
বাংলাদেশের নেতিবাচক পরিবেশে খুব কম সংখ্যক হিজড়া পাদ প্রদীপের আলোয় পৌঁছতে পেরেছেন। নিচের ছবিতে তাদের একজন তাসনুভা আনান শিশির, প্রথম বাংলাদেশি অধিকার কর্মী, মডেল, অভিনেত্রী এবং খবর সঞ্চালক।
সুযোগ পেলে আমাদের দেশের হিজড়ারা জীবনের সর্বক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রাখতে পারবেন সে সম্পর্কে সন্দেহ নাই।
কয়েক বছর আগে তাদের সাহসিকতার এক অনন্য কাহিনী ব্যাপকভাবে মিডিয়ার প্রচার পেয়েছিল। সে রিপোর্টের একাংশ এরকম।
“অভিজিত রায়ের নৃশংস হত্যাকা-ের মাত্র একমাস পর অন্য এক ব্লগার এবং অনলাইনকর্মী ৩০ মার্চ একইভাবে প্রকাশ্য দিবালোকে নৃশংসতার শিকার হলেন রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায়।
তিন চাপাতিধারী যুবকের দ্বারা আক্রান্ত হয়ে জীবন দিলেন ২৭ বছর বয়সী যুবক ওয়াশিকুর রহমান বাবু, যাকে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তবে অভিজিতের হত্যাকারীরা যেভাবে শত শত উদাসীন মানুষ এবং আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের চোখের ওপর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল এবারে সেরকম ঘটেনি।
এবারে দু’জন মানুষ, যাদের আমাদের সমাজে ‘হিজড়া’ হিসেবে অভিহিত করা হয়, তারা এক মাইলের মতন হত্যাকারীদের ধাওয়া করে তিনজন হত্যাকারীর দু’জনকে পাকড়াও করতে সমর্থ হয়। এদের মধ্যে একজন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র জিকরুল্লাহ আর অন্যজন রাজধানীর মিরপুর দারুল উলুম মাদ্রাসার ছাত্র আরিফুল ইসলাম। উভয়েই প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে।”
ফটো ক্রেডিট গুগোল/ উইকিপেডিয়া

 
                            
5