Road
Road শহর কিংবা পল্লী এলাকায় মোটামুটি পীচ ঢালা অথবা কংক্রিটের প্রশস্ত পাকা রাস্তা যার উপর দিয়ে যানবাহন চলাচল করতে পারে। ঢাকার Elephant Road. কোলকাতার Chowrangee Road. লন্ডনে Shakespeare Road.
Unmetalled road
কাঁচা রাস্তাকে বলে unmetalled road।
Street
শহর নগর গ্রামে জনসাধারণের চলাচলের অধিকতর প্রশস্ত রাস্তা Street যার দুপাশে সাধারণত ঘরবাড়ি দোকানপাট থাকে। যেমন Larmini Street. কলকাতার Amherst Street, লন্ডনের Oxford Street. আমেরিকার রাস্তার নাম সাধারণত রাখা হয় নাম্বার দিয়ে। যেমন, নিউইয়র্কে 42nd Street অপেরা হাউজের জন্য বিখ্যাত।
ঢাকা নগরে একটা রাস্তার অদ্ভুত নাম বউ বাজার রোড। কে জানে হয়তো এককালে রাস্তার পাশে পর্তুগীজ জলদস্যুরা বৌ কেনাবেচা করত!!
ঢাকায় অন্য একটা রাস্তার নাম আছে ফ্রি স্কুল স্ট্রীট। নামেই যা ফ্রী। যে কোন স্কুলে পড়তে গেলে কাড়িকাড়ি টাকা গুনতে হয়।
ঢাকার খুব ব্যস্ত এলিফ্যান্ট রোডে মোগল আমলে হাতি চলাচল করত। এখন রিক্সা ও গাড়ির যানজট।
Avenue
শহর ও নগরের গুরুত্বপূর্ণ বৃক্ষশোভিত প্রশস্ত রাস্তাকে বলে Avenue… ঢাকায় Kamal Ataturk Avenue. ওয়াশিংটনে Pennsylvania Avenue. কলকাতায় রাসবিহারী এভিনিউ। রাসবিহারী ঘোষ ছিলেন শিক্ষানুরাগী, যাদবপুর ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। তার নামে রাস্তার নামকরণ, যদিও অনেকের ভ্রান্ত ধারণা বিপ্লবী এবং আজাদ হিন্দ ফৌজের অন্যতম প্রতিষ্ঠাতা রাসবিহারী ঘোষের নামে এভিনিউটির নামকরণ করা হয়েছে।
Highway
নগরীর বাইরে দীর্ঘ আন্তঃজেলা, আন্ত প্রদেশ, আন্ত স্টেট রাস্তাকে বলে Highway, যেমন Dhaka Aricha Highway.ভারতে NH-8 Delhi to Mumbai. লন্ডনে M3. M4. Ratcliff Highway.
Turnpike
যে সমস্ত রাস্তায় হঠাৎ আক্রমণ রুখতে অথবা সিকিউরিটি তল্লাশি করার জন্য প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাকে বলে turnpike. সাধারণত ডিপ্লোমেটিক এলাকায় এ ধরনের প্রতিবন্ধকতাওয়ালা রাস্তা দেখা যায়।
Lane, bye lane
গলিকে বলে lane. যেমন, ঢাকার অতি পরিচিত ভুতের গলি। এত লোকের চাপে বৈদ্যুতিক আলো ঝলমলে নগর থেকে ভূতরা এখন পালিয়ে গেছে। রোড বা লেন থেকে বেরোনো লেনকে বলে Bye Lane.
Cul de sac অথবা blind alley
অন্ধ গলিকে বলে, cul de sac যা সাধারণত গলির শেষে থেমে যায়। সামনে এগুতে পারা যায় না। চোর-ডাকাত যাতে চুরি-চামারি করে সহজে পালিয়ে যেতে না পারে সেজন্য কোন কোন এলাকায় ইচ্ছাকৃত ভাবে এ ব্যবস্থা রাখা হয়। cul de sac ফরাসি ভাষা থেকে ইংরেজি ভাষায এসেছে। ইংরেজি ভাষায় বলে blind alley. বাংলায় বলা হয় অন্ধ গলি বা কানা গলি।
Misnamed roads and street
অবশ্য ছোট ছোট রাস্তা এমনকি কানা গলিরও নাম রাখা হয় স্ট্রীট। পুরনো শহরগুলোতে এরকম অনেক স্ট্রীট আছে যাকে গলি বলাই ভালো। কানা ছেলের নাম পদ্মলোচন আর কি।
