পৃথিবীর রহস্যের শেষ নেই। ময়ূর কেন সুন্দর পাখা মেলে নৃত্য করে, পাখি কেন গান গায়, সিংহের কেন এত সুন্দর কেশর, বিষাক্ত সাপের ফণায় কেন এত কারুকার্য, অন্যান্য পশুপক্ষীর কেনই বা এত রং বেরঙ্গের সাজসজ্জা?
সৃষ্টিকর্তা মানুষকেও সুন্দর করে গড়েছেন। তা আরও সৌন্দর্যমন্ডিত করার জন্য চুলের ও গোঁফের বাহার, ফেয়ার এন্ড লাভলী, ফেসিয়াল ক্রিম, আই ল্যাশ, মাস্কারা দিয়ে সাজসজ্জার এত আয়োজনের পিছনে কি রহস্য লুকিয়ে আছে?
জীবজন্তু, গুল্ম, লতা, বৃক্ষ সুসজ্জিত ও সুগন্ধযুক্ত করার পিছনে প্রকৃতির উদ্দেশ্য প্রজননের মাধ্যমে সৃষ্টিকে টিকিয়ে রাখা। তাই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্য এত সাজ সজ্জা, গন্ধ বিলানো, কোকিলের কুহুতান, ময়ূরের কেকাধ্বনি, পাপিয়ার বউ কথা কও।
অতিপরিচিত রাতের ফুল রজনীগন্ধা, ফুলের গন্ধে চারদিক মাতোয়ারা হয়ে ওঠে
ফুলের সৌন্দর্য এবং গন্ধ দুটোই আকর্ষণের মাধ্যম। তবে, পারস্পরিক মিলনের সুযোগ না থাকায় তারা মাধ্যমে ব্যবহার করে মৌমাছি ও নানা ধরনের পোকামাকড়। রাতের ফুল রাতে ঝরে যাওয়ার আগে পরাগায়নের উদ্দেশ্যে পোকামাকড় আকর্ষণ করার জন্য গন্ধ বিলায়। মৌমাছি পোকামাকড় এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে ঘুরে পরাগায়নে সাহায্য করে।
আইনস্টাইন নাকি বলেছিলেন, পৃথিবী থেকে যদি মৌমাছি বিদায় নেয় তবে ফলমূল খাদ্যশস্য উৎপাদনে তার প্রভাব পড়লে অল্প দিনের ভিতরেই পৃথিবীর বুক থেকে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে। এ কারণে ধর্মপুস্তকে বিশ্ব জগতের সৃষ্টিকর্তা বলেছেন, আমি কোন কিছুই খেলাচ্ছলে সৃষ্টি করি নাই।
ফুল সৌন্দর্যের প্রতীক। শ্রদ্ধা প্রেম ভালোবাসা নিবেদনের উত্তম মাধ্যম। ফুল নিয়ে কবিতা লেখা হয়েছে অনেক, সঙ্গীত রচনা হয়েছে বিস্তর। ইংরেজ কবি টমাস গ্রে লিখেছেন,
Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air.
(কত ফুল আমাদের দৃষ্টির অগোচরে প্রস্ফুটিত হয়ে ধূসর মরুর বাতাসে তার গন্ধ বিফলে ছড়িয়ে দেয়)।
ফুলের কাজ পরাগায়নের মাধ্যম মৌমাছি পোকামাকড়কে আকর্ষণ করা। মানুষ কে নয়। মানুষ বরং নির্দয় ভবে বৃন্ত থেকে ফুল ছিন্ন করে স্বাভাবিক পুষ্প জগতে প্রজনন ক্রিয়ার বিঘ্ন সৃষ্টি করে।
গ্রের কবিতার অনুরণন পাওয়া যায় সাবিনা ইয়াসমিনের কন্ঠে জনপ্রিয় বাংলা গানের রিলিকে।
এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনোদিন
কখনো কারো মনে পড়ে।
শিউলি ফুল
সুন্দর সুন্দর ফুলের সমাহার
তাহলে, ফুল রাতে কেন ফোটে? রাতের বেলায় পোকামাকড়ের আনাগোনা বেড়ে যায়। তাদের আকর্ষণ করার জন্য রজনীগন্ধা রজনীতে এত সুন্দর গন্ধ ছড়ায়।
রাতে ফুটে রাতেই ঝরে যাওয়া ফুলগুলো বড্ডই নাজুক, স্পর্শ কাতর। দিনের আলো এবং উষ্ণতা কুসুম পেলব অঙ্গে মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হয়। তাই দিনের আলো ফুটে ওঠার সাথে সাথেই ঝরে পড়ে।
দেশ-বিদেশে যে সমস্ত ফুল রাতে ফোটে তার কিছু নমুনা দেখুন।
Gardenia Augusta দিনে-রাতে গন্ধ ছড়ায় রাতে গন্ধের তীব্রতা আরো বাড়ে।
Evening Primrose এ ফুলের সাদা রংও জন্মে
Brugmansia রাতে পূর্ণিমার সময় প্রস্ফুটিত হয়ে এক সপ্তাহ পরে ঝরে যায়।
Moonflower সুন্দর সুগন্ধ, ছয় ইঞ্চি বিস্তার
Japanese Wisteria সুন্দর ফুল কয়েক বছর লাগে প্রস্ফুটিত হতে
Tuberose (Tender Bulb) ভিক্টোরিয়া আমলের পছন্দের ফুল। রজনীগন্ধা ফুলের আদল
Night Phlox এক ফুট লম্বা ফুল গাছে সুন্দর রঙ্গের ফুল
Datura ৮ ইঞ্চি বিস্তারের ফুল
4 o’clock বিকাল চারটায় ফুটে লেবুর গন্ধ বিলায়
Nicotina তামাক গাছের ফুল। তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও ফুলের বাহার কিন্তু কম নয়
Night blooming Jasmine দেখতে ছোট কিন্তু সুগন্ধ ছড়িয়ে যায় ২০ ফুট পর্যন্ত।
ফুলের রানী, বোনাস ছবি
চীনের জাতীয় ফুল ঐতিহ্যবাহী পিয়োনী ছয়
ফুলের ছবি: গুগলের সৌজন্যেে
