October 30, 2025

পাকিস্তানের নির্দয় ডিক্টেটর প্রেসিডেন্ট জিয়াউল হকের আমলে ইসলামাবাদের এক ভদ্রলোক দাঁতের চিকিৎসার জন্য করাচিতে এসেছেন। ডেন্টিস্ট তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত দূর থেকে চিকিৎসার জন্য কেন করাচিতে এসেছ? 

রোগীর উত্তর: ইসলামাবাদে কি কারো মুখ খোলার জো আছে?

…………… ……………………..

বান্তা সিং বাসে করে কোথাও যাচ্ছে। কিছুক্ষণ পরপর টিফিনের বাটি খুলে কিছু দেখছে। পাশের এক সহযাত্রী তার কান্ড দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বারবার টিফিন ক্যারিয়ার খুলে কি দেখছেন? 

বান্তা : আমি অফিসে যাচ্ছি, না বাসায় ফিরছি, সেটাই দেখছি।

সহযাত্রী অবাক হয়ে, ‘টিফিনের বাটির সঙ্গে অফিসে যাওয়ার কী সম্পর্ক?’

বান্তা : আরে ভাই, এইটা বুঝলে না, বাটি খালি থাকলে আমি বাসায় ফিরছি, আর ভরা থাকলে অফিসে যাচ্ছি। এটা তো সহজ ব্যাপার।

……………………………………….

দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দের সাথে বান্তা সিংহের সাথে পরিচয় হয়। একদিন বিশ্বনাথ বান্তাকে তার সাথে দাবা খেলার জন্য প্রস্তাব দেয়।

বান্তা বলল, তুমি বিশ্ব চ্যাম্পিয়ন, তোমার সাথে আমি খেলে পারবো না। তবে, তুমি যদি বাহাতে খেলতে রাজি থাকো তবে আমি তোমার সাথে খেলবো। খেলার ফলাফল কি হল তা বলার অপেক্ষা রাখে না।

বাড়ি ফেরে বান্তা বন্ধু সান্তার কাছে এ গল্প বললে সে তাকে ধমক দিল, তুমি একটা গাধা, বিশ্বনাথ বাঁহাতি। তোমার তাকে ডান হাতে খেলার প্রস্তাব দেয়া উচিত ছিল। সেয়ানে সেয়ানে কোলাকুলি।

…………………………………….

এক দর্জি গ্রাহকদের না জানিয়ে গোপনে স্থান ত্যাগ করায় তার গ্রাহকরা আফসোস করছিল।

‘সে আমার প্যান্টের কাপড় মেরে দিয়েছে’— রাম লালের অভিযোগ।

‘আমার স্যুটের কাপড় নিয়ে সে চলে গেছে’— এলাহি বক্সের অভিযোগ।

বান্তা সিংয়ের অভিযোগ আরো গুরুতর, ‘সে আমার শার্ট প্যান্টের মাপ নিয়ে ভেগেছে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest