Lady Justice. তিনি রোমান কিংবদন্তির সুবিচারের দেবী Justitia. রোমান সম্রাট অগাস্টাস এ দেবীকে অধিষ্ঠিত করেন। সম্রাট সুবিচারের প্রবক্তা হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করতেন।
দেবী জাস্টিসিয়ার মন্দির
রোম সম্রাট Tiberius রোম নগরে দেবীর একটা মন্দির স্থাপন করেছিলেন। দেবীকে আখ্যায়িত করা হয় সুবিচারের প্রতীক হিসাবে। সকল রোমান সম্রাট দেবী জাস্টিসিয়ার ভক্ত ছিলেন।
বর্তমান যুগে দেবী বলে গণ্য না করা হলেও বিশ্বব্যাপী তার মূর্তি সুবিচারের বাহক হিসাবে উচ্চ আদালতের প্রাঙ্গণে স্থাপন করার রীতি বহুদিন যাবত চলে আসছে।অ
দাঁড়িপাল্লা তরবারি হাতে জাস্টিসিয়ার মূর্তি
মূর্তির চোখ বাঁধা কেন।
চোখ বাঁধার কারণ হিসেবে বলা হয় বিচার অন্ধ, justice is blind. আদালতে কোন বিবাদ নিষ্পত্তি করার আগে বিচারপতির কোন তথ্য জানা থাকে না। বিচারে উভয়পক্ষ যে তথ্য দেয় কিংবা যুক্তি তর্ক উপস্থাপনা করে তার ভিত্তিতেই নিরপেক্ষ ভাবে রায় প্রদান করেন। ব্যক্তিগত অভিরুচির বশবর্তী হয়ে বিবাদ মীমাংসা করেন না। চোখ বাঁধা নিরপেক্ষতার প্রতীক।
এক হাতে দাঁড়িপাল্লা কেন?
বিচার চলাকালীন সাক্ষী সাবুদ ও উভয়পক্ষের তর্ক বিতর্কের সময় এক পক্ষের পাল্লা ভারী হয়ে একদিকে ঝুলে যায়, পরবর্তীতে অন্য পক্ষের দিকে। শেষ প্রান্তে এসে পাল্লা যে পক্ষের দিকে ঝুঁকে থাকে সে পক্ষের অনুকূলে রায় দেওয়া হয়।
এক হাতে তরবারি কেন?
তরবারি ক্ষমতার প্রতীক। এতে বুঝানো হয় যিনি বিচার করেন তিনি তার রায় বাস্তবায়নের ক্ষমতা রাখেন। এও বোঝানো হয় যে মামলা দ্রুত এবং চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।
