October 29, 2025

আফগানিস্তানের ঘটনাপ্রবাহ: (তথ্য সূত্র ওয়াশিংটন পোস্ট।)

আমেরিকার নেতৃত্বে প্রায় ২০ বছর যাবৎ যুদ্ধ চলছে কিন্তু মাত্র দশ দিনে তার পরিসমাপ্তি হয়েছে। 

টুইন টাওয়ার ধ্বংসের পরে প্রেসিডেন্ট ডব্লিউ বুশ  Operation Enduring Freedom নামে  Oct. 7, 2001 তারিখে যুদ্ধ শুরু করেন। 

২০১৪ সালের ২৮শ ডিসেম্বর, প্রেসিদেন্ট ওবামা অফিশিয়ালি যুদ্ধ সমাপ্তি ঘোষণা করেন।

এ যুদ্ধে আমেরিকা ২ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। টাকার হিসাবে ১৭,০০,০০০০ কোটি টাকা, বাংলাদেশের জিডিপির ৭ গুণ।

২০০১ সালের অক্টোবর থেকে এযাবত প্রায় ৮,০০,০০০ জন ন্যাটো বাহিনীর সেনাসদস্য আফগানিস্থানে যুদ্ধে অংশগ্রহণ করেছে।

আমেরিকার প্রতিরক্ষা ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী এযাবত ২,৩৫২ জন সেনা নিহত হয়েছে। অন্য একটা সূত্র মতে এ সংখ্যা ২,৪৪৩।

প্রায় ২০,০০০ আমেরিকান সেনা সদস্য আহতহয়েছে।

প্রায় ৬৬,০০০ আফগান সরকারের সেনা এবং পুলিশ যুদ্ধে নিহত হয়েছে।

 আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৪৭,২৪৫ জন। শুধুমাত্র ২০২১ সালে প্রথম ছয় মাসে ১৬৫৯ আফগান নাগরিক নিহত এবং ৩,৫৩৪ জন আহত হয়েছে।

প্রায় ৫১ টি দেশের সেনা সদস্য এই যুদ্ধে অংশগ্রহণ করে।

 মানবিক সাহায্য সংস্থা লোকজন নিহত হয়েছে ১,৪৪৪ জন।

সাংবাদিক নিহত হয়েছে ৭৫ জন।

তালেবান ও তালেবান সমর্থিত সরকারবিরোধী যোদ্ধা আফগান যুদ্ধে নিহত হয়েছে ৫১,১৫১ জন।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রায় ৩ লক্ষ আফগান সেনাকে আমেরিকা প্রশিক্ষণ দিয়ে তাদের উপর প্রতিরক্ষার দায়িত্ব ছেড়ে দিয়েছিল কিন্তু মাত্র ১০ দিনে তারা তালেবান যোদ্ধাদের কাছে হার মানে। 

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest