October 29, 2025

বুদ্ধি থাকলে পুলিশকে দিয়েও নিজের কাজ করিয়ে নেয়া যেতে পারে।

গল্পটা বিদেশের, ব্রিটিশ দ্বীপপুঞ্জ স্কটল্যান্ডের। এক বৃদ্ধ কৃষক তার একমাত্র পুত্রকে সাথে নিয়ে জমি চাষ করে কোনরকম জীবন নির্বাহ করতেন। কি কারনে জানা যায়নি, তার পুত্রকে পুলিশ জেলে পুরে দিল।

কিভাবে জমি চাষ করতে হবে সে সম্পর্কে দিশেহারা হয়ে বৃদ্ধ লোকটি পুত্রকে চিঠি লিখলেন।

স্নেহের পল,
আমার বুক ভরা আশীর্বাদ নিও। ‌ এবছর আমার বাগানের জমিতে টমেটো চাষ করতে পারব না বলে মনটা বড্ড খারাপ। বয়স হয়েছে, মাটি খোঁড়াখুঁড়ি করতে পারি না। জানি, তুমি এখানে থাকলে আমার কষ্ট করতে হত না।‌ আগের মতই তুমি আমাকে জমি খোঁড়াখুঁড়ি করতে সাহায্য করতে পারতে।
আমার ভালোবাসা নিও।

তোমার হতভাগ্য পিতা

কয়েকদিন পরে পুত্রের চিঠি পাওয়া গেল।

প্রিয় আব্বাজান,

বাগানটা খোঁড়াখুঁড়ি করবেন না। লাশগুলো ওখানেই কবর দেয়া হয়েছে।

আপনার স্নেহধন্য,
পল

পরের দিন কাকডাকা ভোরে একদল সিআইডি পুলিশ স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সাথে বৃদ্ধের বাড়িতে হাজির। তারা পুরো বাগান উল্টোপাল্টা করে খোঁড়াখুঁড়ি করেও কোন লাশের সন্ধান পেল না। বৃদ্ধের কাছে বারবার ক্ষমা চেয়ে তারা নিজেদের ডেরায় ফিরে গেল।

সেদিনই ছেলের কাছ থেকে আর একটা চিঠি এলো।

শ্রদ্ধেয় আব্বা জান,

এখন আপনি টমাটো চারা লাগাতে পারেন। আমার বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে আপনাকে আর কিভাবেই বা সাহায্য করতে পারতাম?

আপনার স্নেহধন্য
পল

“Go ahead and plant the tomatoes now. That’s the best I could do under the circumstances.”
…………………………………..

সততা ও বিনয়র প্রকৃষ্ট উদাহরণ

এই গল্পটাও বিদেশের, ভূমধ্যসাগরীয় অঞ্চল স্পেনের।

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দুইজন প্রতিযোগিতা ম্যারাথন দৌড়ের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। একজন কেনিয়ার আবেল মুতাইয়া, অন্যজন স্পেনের ইভান। সময় ২০১২ সাল।

তারা ফিনিশ লাইন এর প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। ‌কেনিয়ার আবেল ফিনিশ লাইনের বেশ কয়েক গজ আগে হঠাৎ দৌড় বন্ধ করে থেমে গেল। ফিনিশ লাইনের যে নির্দেশনা ছিল সে তা বুঝতে পারেনি। তার পিছনে স্পেনীয় প্রতিযোগি ইভানের জন্য সোনার মেডেল জেতার সুবর্ণ সুযোগ এসে গেল। ইভানের বিবেকে সায় দিল না। সে আবেলকে এগিয়ে যেতে পরামর্শ দিল। কিন্তু আবেল স্পেনীয় ভাষা জানতো না। ইভান তাকে পিছন থেকে ধাক্কা মেরে এগিয়ে ফিনিশ লাইন পৌঁছে দিল। ‌

সাংবাদিকরা পরে এ ব্যাপারে জিজ্ঞেস করলে ইভান বললেন, আমার স্বপ্ন এমন এক কমিউনিটি রেখে যাবো- যারা একে অপরকে সাহায্য করবে আর জয়ের পথে সামনে এগিয়ে নিয়ে যাবে।

সাংবাদিক বলল, কিন্তু তাঁকে তো আপনি জিতিয়ে দিলেন?

ইভান বললেন, সে এমনিতেই জিততো; এটা তাঁরই প্রাপ্য ছিল। ওঁর ভুল বোঝার সুযোগ নিয়ে আমি হয়ত জিততে পারতাম, কিন্তু তাতে কি আমার গর্বের কিছু থাকত? সম্মান থাকত সেই পদকে? আমার মা কী ভাবতেন তার ছেলে সম্পর্কে।

আজকের ইঁদুর দৌড়ের প্রতিযোগিতার যুগে এ সত্য কাহিনীটা এক ঝলক ‌ আবহাওয়ার মিষ্টি পরশ বুলিয়ে দেয়।

About Post Author

1 thought on “দুটো গল্প: একটা বুদ্ধির অন্যটা সততার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest