এক লোক বিশাল সাইজের কয়েকটি ছাগল রোস্ট করার জন্য গ্রিলে চড়িয়ে তার মেয়েকে বলল,”মামনি, এস আমরা ভুরিভোজনের ব্যবস্থা করি। আমাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের আমন্ত্রণ জানাও।”
মেয়ে রাস্তায় নেমে চিৎকার করে বলতে লাগল, আমাদের বাড়িতে আগুন লেগেছে। দয়া করে সাহায্য করুন।
অল্পক্ষণের মধ্যে কিছু লোক আগুন নেভাতে এসে হাজির হলো। বাকিরা কেউ এগিয়ে আসলো না, ভাবখানা এই তারা যেন শুনতেই পাইনি।
যারা মেয়েটার ডাকে সাড়া দিয়ে এসেছিল তাদের ভুরি ভজনের ব্যবস্থা করা হলো। তারা আমোদ-ফুর্তি করে খাওয়া-দাওয়া শেষ করে বিদায় নিলে লোকটা তার মেয়েকে বলল, যাদের আমরা খাওয়ালাম তাদের অনেককেই ভালো করে চিনিও না। আমাদের বাকি বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী যাদের আমরা একান্ত আপন বলে মনে করি তাদের ত দেখলাম না।
বুদ্ধিমতী মেয়ে বলল, যারা এসেছিল তারা আমাদের সাহায্য করতে এসেছিল, খেতে আসেনি। তাঁদেরই আমাদের কৃতজ্ঞতা ও আতিথিয়তা প্রদর্শন করা উচিত।
উপসংহার: আমাদের দুর্দশার সময় যারা সাহায্য করতে এগিয়ে আসে না, তারা আমাদের বিজয় উদযাপনে সামিল হওয়ার যোগ্য নয়।
Those who don’t help you during your struggle, shouldn’t eat with you at your victory party!!
সংগৃহীত গল্পের ভাবানুবাদ।
