দুনিয়ার সবচেয় পুরানো এবং অদ্ভুত ভাস্কর্য নাম সিংহ মানুষ ইংরেজিতে লায়ন্স ম্যান।
ইনার বয়স ৩৫,০০০—৪০,০০০ বছর। জার্মানির এক গুহায় পাওয়া গিয়েছিল। হাতির দাঁত দিয়ে তৈরি মানুষ ও সিংহের প্রতিকৃতি। সম্ভবত প্রাচীন যুগের কোন দেবতা।
চিন্তামগ্ন মূর্তি
১৯০২ সালে অগাস্টি রোডিনের ভাস্কর্য। কোপেনহেগেন, ডেনমার্ক।
চীনে পাহাড় কেটে বুদ্ধের মূর্তি
ছবি গুগল উইকিপিডিয়া সৌজন্যে
