বৌভাত এর ইংরেজি কি? বৌভাতের দুটো ইংরেজি প্রতিশব্দ মনে এলো।
Bridal reception
Wedding feast
বউ ভাতের ইংরেজি জানা হলো। শুধু এটুকু জানার জন্য যখন প্রশ্ন উঠেছে, তখন বোনাস হিসেবে দেশ-বিদেশের বৌভাতের কয়েকটি চিত্র দেখে নিতে পারেন। বলাবহুল্য, গুগলের সৌজন্যে।
প্রায় চারশত বছর আগে সপ্তদশ শতাব্দীতে বিলেতে বৌভাতের দৃশ্য
আজারবাইজানে বৌভাতের অনুষ্ঠানে বর কনে
অস্ট্রেলিয়ার বৌভাতের দৃশ্য। অপরূপ সাজে সজ্জিত
ভারতে কোন এক শহরে বৌভাতের আয়োজন
বাংলাদেশে বৌভাতে কাচ্চি বিরিয়ানি খাওয়ার ধুম লেগে যায়। ছবিটি ইন্টারনেট থেকে নেওয়া। ক্রিকেটের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানের আয়োজিত বৌভাতের দৃশ্য।
বাংলাদেশের জাঁকজমকপূর্ণ বৌভাত
একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বৌভাত অনুষ্ঠানে প্যান্ডেলের ছবি দিয়েছেন। গেটে লেখা রয়েছে wellcome। শুধু তাই নয়, বৌভাত এর ইংরেজি লিখেছেন wife rice. গেটের ছবিটি দেখে নয়ন দুটো সার্থক করুন।

