সব দেশেই কমবেশি নকল করার প্রবণতা থাকে। কয়েক বছর আগ রিডার্স ডাইজেস্ট ম্যাগাজিনে একটা প্রবন্ধ পড়েছিলাম যে মহান আমেরিকাতেও কিছু কোম্পানি আছে যারা অর্থের বিনিময়ে টার্ম পেপার, থিসিস ইত্যাদি লিখে দিয়ে থাকে।
গুগলে পরীক্ষায় নকলের বিচিত্র সব রসালো কাহিনীর বর্ণনা রয়েছে। সাথে বাঁ হাতে লিখে পরীক্ষায় চিটিংয়ের ছবি। হাতগুলো সাদা মানুষের। ছবিগুলো দেখে কৌতুহল নিবৃত্ত করতে পারেন।
এসব চিত্র দেখে কেউ তা অনুকরণ করে বিপদ ডেকে আনবেন না।
