April 2, 2023

নৃতত্ত্ববিদ গবেষণায় সর্বপ্রথম যে হোমো স্যাপিয়েন্সের কঙ্কাল পাওয়া গেছে তিনি একজন নারী। তার একটা নামও দেওয়া হয়েছে, লুসি। তাঁকে মর্যাদার সাথে স্মরণ করা হয়।

তিনি ৩২ লক্ষ বছর আগে পৃথিবীর বুকে বিচরণ করেছিলেন বলে হিসাব করা হয়েছে।১৯৭৪ সালে ইথিওপিয়ায় তাঁর কঙ্কাল আবিষ্কার করা হয়। তার হাড়ের শতকরা ৪০ ভাগ অক্ষত পাওয়া গেছে। জোড়াতালি দিয়ে একটি নারীর অবয়ব তৈরি করা হয়েছে। পরিপূর্ণ মানুষ না হলেও মানুষের ওরাংওটাং থেকে পরিবর্তিত হয়ে দ্বিপদচারী হোমো স্যাপিয়েন্সের প্রথম সংস্করণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

লুসির কঙ্কাল

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest