কোনটাই সঠিক নয়। তাই, মনের কুয়াশা দূর করতে কোথায় singular ও plural ব্যবহার করতে হবে তার একটা ফিরিস্তি দেওয়ার চেষ্টা করছি।
প্রথমেই teacher শব্দটিকে মেরামত করতে হবে। All দিয়ে শুরু করার কারণে teacher শব্দটিকে বহুবচনে রূপান্তর করতে হবে। তাছাড়া, T অক্ষরটি ছোট হাতের লিখতে হবে। তাহলে, বাক্যাংশটি সঠিক ভাবে লিখতে হবে All teachers. কেউ যদি বলে all পর noun কে teacher বললেও চলে তাহলে আপনি ভুল শিখবেন। কি উপলক্ষে ব্যবহার হচ্ছে তা চিন্তা করে All singular এবং plural দুটোই হতে পারে। যেমন, All teachers are good. অন্যদিকে, All is well.
যদি Singular verb ব্যবহার করে সব শিক্ষককে বুঝানোর ইচ্ছা হয় তা’হলে every শব্দ দিয়ে বাক্যটি শুরু করলে teachers এর পরিবর্তে teacher লিখতে পারেন। Every teacher of our school is good. তেমনি Every bird can fly. Every mother loves her children.
Each vs. every: দুটো শব্দই একই অর্থ বহন করে বলে কোথায় কোনটি ব্যবহার করতে হবে তা নিয়ে ইংরেজি ভাষায় অনেক দক্ষ লোকও বিভ্রান্তিতে পড়ে যান; আমি নিজেও সে দলের। যদিও দুটো শব্দই একটি মাত্র ব্যক্তি বা বস্তু কে বোঝায় each বোঝায় এক ব্যক্তি বা বিষয়। অন্যদিকে every দ্বারা বোঝায় একদল ব্যক্তি বা একগুচ্ছ বিষয় সম্মিলিত করে একক হিসাবে বিবেচনা করে। উদাহরণ:
Incorrect: Every artist is sensitive.
Correct: Every artist sees things differently.
correct: Rubina wore anklets on each ankle.
Incorrect: Rubina wore anklets on every ankle.
নিম্নে কয়েকটি বাক্যে every ব্যবহারের উদাহরণ দেওয়া গেল।
Every room is full of bugs.
Every day there is much work to be done by us.
No, she had seen the postman drive up every day since she sent out the letter. ….
নিম্নের কয়েকটি বাক্যে each ব্যবহারের উদাহরণ দেয়া গেল।
Each book was written with a pen or a brush. …
Each of those new cells has a new copy of your DNA. …
Madhuri and Meens lay separated in their incubators, each sleeping. …
কোন প্রেক্ষিতে লেখা হচ্ছে তা বিবেচনা করে কোথায় the ব্যবহার করতে হবে কিংবা হবে না আলোচনা করা যেতে পারে।
যেমন কোন নির্দিষ্ট টিচারদের ক্ষেত্রে আগে ক্ষেত্র বিশেষে definite article ‘the’ বসাতে হবে। উদাহরণ,
All the teachers (of our school are good). একই নিয়মে All the tigers in sundarban. All the rivers of Bangladesh. All the cities of India. All the countries in South Asia.
All teachers ব্যবহার করা যেতে পারে যখন কোন নির্দিষ্ট শিক্ষকমন্ডলীর কথা বলা হয় না। যেমন, All teachers love their students. একই নিয়মে All tigers are ferocious. All rivers flow downward. All birds return to their nests (কাব্যিক ভাষায়, সব পাখি ঘরে ফেরে). All deer are not spotted.(Deer এর বানান singular এবং plural অপরিবর্তিত থাকে).
তাহলে আমরা যা বুঝলাম:
- ।All এর পর noun থাকলে ক্ষেত্র বিশেষে plural number ব্যবহার করতে হবে।
- বাক্যের পরিপ্রেক্ষিত বিচার করে বাক্যের মাঝখানে common noun এ বড় হাতের অক্ষরে বা capital letter এ লেখা চলবে না।
- একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাতে each ব্যবহার করুন। অন্যদিকে একদল ব্যক্তি বা একগুচ্ছ বিষয় সম্মিলিত করে একক হিসাবে বিবেচনা করে every ব্যবহার করতে হবে।
- নির্দিষ্ট কোন কিছু নির্দেশ করতে হলে সাধারণত the ব্যবহার করতে হবে।
- অনির্দিষ্ট কিছু নির্দেশ করতে হলে a অথবা an ব্যবহার করা হয়।