October 29, 2025

বিশ্ব সম্পর্কে বিস্ময়কর কিছু জানা অজানা তথ্য।

  1. ঠান্ডা পানির চেয়ে গরম পানি দ্রুত বরফে পরিণত হয়।
  2. পৃথিবীর সবচাইতে পরিচিত শিল্পকর্ম লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার চোখের ভ্রু নেই। ভ্রু না থাকলেও শুধুমাত্র রহস্যময় হাসি দিয়ে যুগ যুগ ধরে মানুষকে সম্মোহিত করে রেখেছে। ছবিটির মূল্য কত জানেন? প্রায় ৮৫০ মিলিয়ন ডলার—বাংলাদেশ টাকা ৭,২২৫ কোটি, ভারতের ৬,২৬২ কোটি রুপি। ছোটখাটো অনেক দেশের মোট রপ্তানির চাইতে বেশি।

মোনালিসা

  1. “The quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ভাষার সবগুলো অক্ষর ব্যবহার করা হয়েছে।
  2. জিহ্বা মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী মাংসপেশি।
  1. পিঁপড়া ১২ ঘন্টা সময় কালে মাত্র ৮ মিনিটের জন্য বিশ্রাম নেয়।
  2. শুরুতে কোকাকোলার রং ছিল সবুজ।
  3. পৃথিবীতে সবচাইতে কমন নাম “মোহাম্মদ”।
  4. মাথার উপর চাঁদ অবস্থানকালে শরীরের ওজন কিছুটা কমে যায়।
  5. উটের তিনটি চোখের পাতা হয়েছে রয়েছে যা তাকে মরুভূমির বালুর ঝড় থেকে রক্ষা করে।
  6. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি মানুষের গড়ে দুটো করে ক্রেডিট কার্ড রয়েছে।
  1. ইংরেজি ভাষায় মাত্র দুটি শব্দ “abstemious” and “facetious” শব্দে a e i o u vowel গুলো ক্রমানুসারে সাজানো রয়েছে।
  2. “I Am” ইংরেজি ভাষার সবচাইতে ক্ষুদ্র বাক্য। তবে কারো কারো মতে Go এবং No শব্দ দুটিতে সাবজেক্ট এবং প্রেডিকেট না থাকলেও গ্রামারের দৃষ্টিকোণ থেকে সঠিক বাক্য।
  3. Rhythm” ইংরেজি ভাষার সব চেয়ে বড় শব্দ যার কোন vowel নাই।
  4. প্রত্যেকটি মহাদেশের নাম যে ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয় সে অক্ষর দিয়েই শেষ হয়
  5. নহিসেব করে দেখা গেছে ইংরেজি ভাষায় ১,০২৫,১০৯ টা শব্দ আছে।
  6. টেক্সটের পাঠ্য বিষয়ের ৯০% লিখতে শুধুমাত্র ১,০০০ শব্দ ব্যবহার করা হয়।
  7. প্রতি ২ ঘন্টায় একটা করে ইংরেজি শব্দ ডিকশনারিতে সংযোজন হয়
  8. Girl শব্দটি শুরুতে কোন লিঙ্গ বুঝাতো না। ছেলে হোক বা মেয়ে, এর অর্থ ছিল শিশু অথবা অল্প বয়স্ক কেউ।
  9. ইংরেজি ভাষার উৎপত্তি হয়েছে জার্মানির উত্তর-পশ্চিম এবং নেদারল্যান্ড থেকে।
  10. “long time no see” ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। এর উৎপত্তি মনে করা হয় নেটিভ আমেরিকা অথবা চাইনিজ phrase এর শাব্দিক অনুকরনের মাধ্যমে।
  11. ইংরেজি ভাষার সবচাইতে বেশি যে বিশেষণ ব্যবহার করা হয় তা হচ্ছে ‘good’.
  12. দুনিয়াভর কম্পিউটারে ৮০% ভাগ তথ্য ইংরেজি ভাষায় সংরক্ষণ করা হয়।
  13. মার্কিন যুক্তরাষ্ট্রে অঞ্চল বিশেষে ২৪ টি আলাদা কথ্য ভাষা আছে।
  14. সবচেয়ে পুরনো ইংরেজি শব্দ যা এখনও চালু আছে তা হচ্ছে town.
  15. swims শব্দটি উপর-নীচ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একই রকম দেখায়। একে বলে ambigram.
  16. প্রথম ইংরেজি ডিকশনারি লেখা হয় ১৭৫৫ সালে।
  17. গড়ে বয়স্ক ইংরেজি ভাষাভাষীরা ২৫,০০০-৩০,০০০ শব্দ জানে।
  18. শেক্সপিয়ার ইংরেজি ভাষায় ১৭০০ শব্দ যোগ করেন।
  19. ইংরেজি ভাষায় সবচেয়ে জটিল শব্দ set. এই ক্ষুদ্র শব্দটির ৪৩০ অর্থ রয়েছে যা বর্ণনা করতে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ২৪ পৃষ্ঠা ব্যয় করতে হয়েছে।
  20. TYPEWRITER সবচেয়ে বড় শব্দ যা কিবোর্ডের মাত্র এক সারিতে টাইপ করা যায়।
  1. Minus 40 degrees Celsius এবং minus 40 degrees Fahrenheit একই তাপমাত্রা নির্দেশ করে।
  2. চকলেট খেলে কুকুর মারা যেতে পারে। কারণ, এতে রয়েছে theobromine যা তাদের হৃদযন্ত্র এবং স্নায়ুতন্ত্র আক্রান্ত করে।,
  3. পুরুষের তুলনায় মহিলারা দ্বিগুণ দ্রুত চোখের পাতা ফেলে।
  1. আপনি নিজে নিশ্বাস বন্ধ রেখে আত্মহত্যা করতে পারবেন না।
  2. মানুষের পক্ষে নিজের কনুই চাটা কোনক্রমেই সম্ভব নয়।
  3. পাবলিক লাইব্রেরী থেকে সবচেয়ে বেশি চুরি করা যে বইটির নাম গিনেস বুক অব রেকর্ডে স্থান করে নিয়েছে সে বইটারও নাম গিনেস বুক অব রেকর্ড।
  4. হাঁচি দিলে মানুষের হার্ট এক মিলি সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়।
  5. শুকর কখনও আকাশের দিকে মুখ তুলে তাকাতে পারে না।
  6. ইংরেজি ভাষায় সবচেয়ে ‌ কঠিন tongue twister জিহ্বা আড়ষ্ট করা শব্দমালা—-“sixth sick sheik’s sixth sheep’s sick”। বাংলা tongue twister গুলোও বেশ কঠিন। চেষ্টা করুন। (১)কাঁচা গাব পাকা গাব, পাকা গাব কাঁচা গাব। (২) শ্যাম বাজারের শশীবাবু সকাল বেলা সাইকেল চড়ে সাত সকালে সরসরিয়ে শশা খেয়ে স্বর্গে গেলেন! (৩) চাচা চেঁচায় চাচি চেঁচায় চাচা চাচি এত চেঁচায় চামেলি চমকে যায়।
  7. খুব জোরে হাঁচি দিলে পাঁজরের হাড় ভেঙ্গে যেতে পারে। হাঁচি চেপে রাখলে মাথার এবং ঘাড়ের রক্তনালি ছিঁড়ে মারা যেতে পারেন।

পাঁজরের হাড় ভেঙ্গে যাওয়ার হাঁচি

2. তাসের প্যাকেটে যে সমস্ত রাজাদের ছবি আছে তাদের প্রত্যেকেই ইতিহাসের প্রসিদ্ধ কোন রাজা ছিলেন।
Spades – রাজা ডেভিড
Clubs – আলেকজান্ডার দি গ্রেট

Hearts– শার্লেমন
Diamonds – জুলিয়াস সিজার

  1. 111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
  2. কোন ব্যক্তির মূর্তির ঘোড়ার দুই পা উপরের দিকে উঠানো থাকলে বুঝতে হবে তিনি যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন। এক পা শুন্যে অর্থ যুদ্ধে আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছেন। চার পা ভূমিতে থাকলে বুঝতে হবে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছেন।

লন্ডন হাইড পার্ক ডিউক অব ওয়েলিংটনের স্ট্যাচু। তিনি ওয়াটারলুতে নেপোলিয়নকে পরাজিত করেন।

  1. বুলেটপ্রুফ জামা, fire escape (অগ্নি নির্গমনের পথ), গাড়ির উইন্ডশীল্ড ওয়াইপার এবং লেজার প্রিন্টার উদ্ভাবন করেছেন মহিলারা।
  2. মধুই একমাত্র পদার্থ যা নষ্ট হয় না।
  3. কুমির তার জিব বাইরে বের করতে পারেনা।

শামূক তিন বৎসর পর্যন্ত ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে।

  1. সব মেরু ভাল্লুকই বাঁহাতি।
  1. আমেরিকানন এয়ারলাইনস প্রথম শ্রেণীতে খাবারের সালাদ থেকে একটা জলপাই কমিয়ে ১৯৮৭ সালে ৪০,০০০ ডলার ব্যয় হ্রাস করে।
  2. প্রজাপতি পা এর সাহায্যে ঘ্রাণ নেয়।
  1. হাতি একমাত্র জন্তু যে লাফাতে পারে না।
  2. বিগত ৪,০০০ বছরের নতুন কোন জন্তু পোষ মানানো হয়নি।
  3. গড়পড়তা মানুষ মৃত্যুর চেয়ে ভয় করে মাকড়সা।
  4. Stewardesses সবচেয়ে বড় শব্দ যা বা হাত দিয়ে টাইপ করা যায়।
  5. পিঁপড়া নেশাগ্রস্ত হলে সব সময় ডান দিকে পড়ে।
  6. ইলেকট্রিক চেয়ার আবিষ্কার করেন একজন ডেন্টিস্ট।

ইলেকট্রিক চেয়ারে প্রাণদণ্ড

  1. মানুষের হৃদযন্ত্র যে পরিমাণ চাপ দিয়ে রক্ত সঞ্চালন করে সে চাপে ৩০ ফুট পর্যন্ত রক্ত দূরে গিয়ে পড়তে পারে।
  1. ইঁদুর এত দ্রুত বংশবৃদ্ধি করতে পারে যে ১৮ মাসে দুইটা ইঁদুর ১০ লক্ষ বংশবৃদ্ধি করতে পারে।
  2. এক ঘন্টা হেডফোন কানে লাগালে কানে সাতশ গুণ পর্যন্ত ব্যাকটেরিয়ার বৃদ্ধি পায়।
  3. ম্যাচ আবিষ্কারের আগে সিগারেট লাইটার আবিষ্কার হয়েছিল।
  4. প্রত্যেক মানুষের আঙুলের ছাপের মত মানুষের জিভেও আলাদা।
  5. যারা এ উত্তরটা পড়েছেন তাদের ৯৯% তাদের কনুই চাটতে চেষ্টা করবেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest