October 29, 2025
দুনিয়ার যত সব আজব কাহিনী

দুনিয়ার সবচাইতে ছোট বাণিজ্যিক বিমানের রুট স্কটল্যান্ডের দুটো দ্বীপের মধ্যে। দূরত্ব মাত্র ১.৭ কিলোমিটার, উড্ডয়ন সময় ৫৭ সেকেন্ড।

হাতির বিশাল দুটো কান থাকলেও তারা পা ও কান সমন্বয় করেও দূর থেকে ভেসে আসা অস্পষ্ট কথা শুনতে পারে।

ইংরেজি নাটক এবং সাহিত্যের দিকপাল, শেক্সপিয়ারের বাবা এবং ছেলেমেয়েরা কেউ লেখাপড়া বলতে তেমন কিছু জানতেন না। কোন রকম নাম স্বাক্ষর করতে পারতেন। সে এলিজাবেথান যুগে লেখাপড়া তেমন জনপ্রিয় ছিলনা।

একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তবাহী শিরা জোড়া দিলে পৃথিবীর বিষুবরেখায় চার বার ঘুরে আসতে পারে।

পৃথিবীতে যত রকমের আপেল আছে কেউ যদি তা একটা করে যদি খেতে থাকেন তাহলে সবগুলো টেস্ট করতে ২০ বছর লেগে যাবে।

১৯২২ সালে ডেনমার্কের এক বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করলে ‌ সে দেশের রাজধানী কোপেনহেগেনের একটি মদ প্রস্তুতকারী কোম্পানি তাকে একটা বাড়ি উপহার দেয়। শুধু বাড়ি নয়, সে বাড়ির লাগোয়া কারখানা থেকে একটা পাইপের সঙ্গে যোগ দেয় যা থেকে সারা জীবন যখন ইচ্ছা মদ খেতে পারতেন।

১৯৭৮ সালে এক ফরাসি নাগরিক একটা আস্ত Cessna 150 উড়োজাহাজ খেয়ে ফেলে। এক বিরল রোগের কারণে তিনি বিপদজনক জিনিসপত্র খেতে পারতেন। বিমানটি খেতে তার দু বছর লেগেছিল।

যারা দীর্ঘ বাক্য পড়তে ভয় পান তাদের বলা হয়

hippopotomonstrosesquippedaliophobia,

দুনিয়ার তাবৎ পরমানবিক বোমা যে পরিমান শক্তি বিকিরণ করতে সক্ষম, মাত্র ১০ মিনিটে ঘূর্ণিঝড় তার চেয়ে বেশি শক্তি বিকিরণ করে।

প্রতি বছর গড়ে ১০০ জন লোক বল পয়েন্ট কলমে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।

গড়পড়তা মানুষ যতটা মাকড়সার ভয় পায় মৃত্যুকে ততটা ভয় পায় না।

যারা অনলাইনে ডেটিং করে, তাদের ৩৫%ই বিবাহিত।

২০০ কোটি মানুষের মধ্যে মাত্র একজন ১১৬ বছর বা তার চেয়ে বেশী সময় বেঁচে থাকার আশা করতে পারে।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির লাইব্রেরী বইয়ের চাপে প্রতি বছর দেড় ইঞ্চি নিচে নেমে যায়। কারণ ইঞ্জিনিয়াররা বইয়ের ওজন হিসাবে আনেনি।

একজন দাঁতের ডাক্তার ইলেকট্রিক চেয়ার আবিষ্কার করেন। ‌ (এরপর তার কাছে আর কোন রোগী আসেনি!)

আমেরিকার এক লোক তার বিছানার পাশে রাখা টেলিফোন রিং শুনে, টেলিফোনের পরিবর্তে পিস্তল উঁঠিয়ে ট্রিগারে চাপ লাগলে তার গুলিতে সাথে সাথে মারা যায়।

Go শব্দটি ইংরেজি ভাষায় সবচাইতে ক্ষুদ্র একটি বাক্য।

আমেরিকানরা প্রতি বৎসর ৩০০ কোটি পিজা খায়।

কেউ যদি এক নাগাড়ে ৬ বছর ৯ মাস বায়ু নির্গত করতে থাকে তাহলে যে পরিমাণ গ্যাস তৈরি হবে তা‌ দিয়ে একটি আণবিক বোমা তৈরি করা যাবে!

ছবি ও তথ্য গুগল থেকে সংগৃহীত।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest