
সব ভাষাতেই ছড়িয়ে-ছিটিয়ে প্রচুর শিক্ষামূলক প্রবাদ রয়েছে। সেগুলো সংকট উত্তরণ করে জীবনে চলার পথ মসৃণ করে তুলতে খুবই সহায়ক। আমি ব্যক্তিগতভাবে যে প্রবাদটি স্মরণ রাখার চেষ্টা করি তা অতি পুরনো বিদেশি প্রবাদ।
Never Approach….:
A Bull From The Front,
A Horse From Behind,
An Idiot From Any Direction.
অর্থাৎ, ষাঁড়ের সামনের দিক থেকে, ঘোড়ার পিছন দিক থেকে, নির্বোধের কোন দিক থেকেই ঘেঁসতে যেও না।
প্রবাদটিতে নির্বোধের সাথে মেলামেশা, আচার-আচরণ এবং তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার অসারতা পাদপ্রদীপের আলোয় আনার জন্যই ষাড়ের ও ঘোড়ার উদাহরণ দিয়ে ক্রমশ আলোর দীপ্তি উজ্জ্বল করে বেকুবকে দিয়ে সমাপ্তি টানা হয়েছে।
ষাঁড়ের সাথে মুলাকাতের জন্য সামনের দিক দিয়ে অগ্রসর হলে, বলা তো যায় না, মুড খারাপ থাকলে শিং বেকিয়ে এসে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে দিতে পারে। শেষমেষ গন্তব্য হয় হাসপাতাল অথবা তার চেয়েও খারাপ কোন লোকেশনে।
অশ্বের পদাঘাতও কম যন্ত্রণাদায়ক নয়। ষাঁড়ের মতো একই গন্তব্যে পৌঁছে দিতে পারে।
বেকুবের শিং নাই বটে কিন্তু বাক্যবাণ কম যন্ত্রণাদায়ক নয়। কি জানি হয়তো বিতর্কের উত্তাপে ব্লাড প্রেসার বিপজ্জনক পর্যায়ে পৌঁছে হূদযন্ত্রের ক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে। কি দরকার যুক্তি দেখিয়ে তাকে দলে টানতে কিংবা জ্ঞান দান করে সময় ও শক্তি অপচয় করা? বলা হয়ে থাকে বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রুও ভাল।
এ প্রবাদটির প্রতিধ্বনি পাওয়া যায় আমেরিকার বরেণ্য কথা সাহিত্যিক মার্ক টোয়েনের একটা উদ্ধৃতিতেও।
Never argue with stupid people, they will drag you down to their level and then beat you with experience.
নির্বোধের সাথে কখনো বিতর্কে লিপ্ত হয়ো না, তারা তোমাকে তার (নিম্ন) স্তরে টেনে নামাবে এবং তার অভিজ্ঞতা দিয়ে পরাজিত করবে।